Recents in Beach

বৌদ্ধধর্ম ও গৌতম বুদ্ধ (Mock Test - 5)

 



১. বর্ষা মাসে নির্দিষ্ট একস্থানে অবস্থানকে কি বলা হয়...?

A) বর্ষাকাল          B) বর্ষাবাস

C) বর্ষাশ্রমণ         C) বর্ষাবাস্থল

Ans = B

২. সংঘ জীবনের নিয়মাবলির উল্লেখ করা হয়েছে...?

A) বিনয়পিটক              B) সুত্রপিটক

C) অভিধর্মপিটক         D) কোনটি নয়

Ans = A

৩. সর্বাস্তিবাদীদের ত্রিপিটক কোন ভাষায় রচিত...? 

A) প্রাকৃত           B) পালি

C) মাগধি           D) সংস্কৃত

Ans = D

৪. বৌদ্ধসংঘ প্রবেশের জন্য শ্রমণ পর্যায়ের বয়সের সময়সীমা ছিল...? 

A) ১০-১৫ বছর          B) ১৫-২০ বছর 

C) ২০-৩০ বছর         D) ৩০-৪০ বছর

Ans = B

৫. জাদুমন্ত্রের আভাস পাওয়া যায় কোন পিটকে...? 

A) বিনয়পিটক             B) সুত্রপিটক

C) অভিধর্মপিটক        D) কোনটি নয়

Ans = B

৬. বিনয়পিটকের কোন ভাগটি শ্রীলঙ্কায় রচিত হয়...? 

A) প্রতিমোক্ষ            B) সুত্তবিভঙ্গ

C) খন্ধকা                 D) পরিবার

Ans = D

৭. বৌদ্ধধর্মের ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে কোন পিটকে...? 

A) বিনয়পিটক          B) সুত্রপিটক

C) অভিধর্মপিটক     D) কোনটি নয়

Ans = C

৮. বৌদ্ধ ধর্ম কোন ধর্মের প্রতিবাদী ধর্মরূপে প্রবর্তিত হয় ? 

A) ব্রাহ্মণ্যধর্ম            B) বৈদিকধর্ম 

C) হিন্দুধর্ম                D) ব্রাহ্মণ্যধর্ম ও বৈদিকধর্ম 

Ans = A

৯. সর্বাস্তিবাদীদের পালি ত্রিপিটকের মধ্যে কোনটি পরে না...? 

A) বিনয়পিটক         B) সুত্রপিটক

C) অভিধর্মপিটক    D) আগমপিটকে

Ans = B

১০. গৌতম বুদ্ধ কোন ভাষায় তাঁর বাণী প্রচার করেন...?

A) পালি                  B) প্রাকৃত

C) অর্ধমাগধী          D) মাগধীপ্রাকৃত

Ans = D

১১. কথাবতথু রচনা করেন...?

A) আচার্য বসুবন্ধু       B) আনন্দ 

C) অশ্বঘোষ               D) মোগ্গলিপূত্ত

Ans = D

১২. ভারতে প্রায় সম্পূর্ণ ভাবে বৌদ্ধধর্ম বিলুপ্ত ঘটে...? 

A) ষষ্ঠ শতকে           B) দশম শতকে   

C) দ্বাদশ শতকে       D) ষষ্ঠদশ শতকে

Ans = C

১৩. বুদ্ধ অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন কোথায়...? 

A) সারনাথে             B) বোধগয়া

C) বৈশালী              D) কোশাম্বী 

Ans = B

১৪. গৌতম বুদ্ধের সংসার ধর্ম ত্যাগ করার ঘটনাকে বলা হয়...? 

A) মহাপরিনির্বাণ         B) মহাব্রত

C) বানপ্রস্থ                  D) মহাভিনষ্ক্রমণ  

Ans = D 

১৫. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন...? 

A) দেবপাল            B) ধর্মপাল 

C) গোপাল            D) কুমারগুপ্ত

Ans = B

১৬. গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল - 

Ans = কন্টক

১৭. পূর্বারাম বিহার কে নির্মাণ করেন - 

Ans = বিশাখা

১৮. বুদ্ধের মূর্তি পূজা কবে থেকে শুরু হয় - 

Ans = শক কুষাণ যুগে

১৯. গৌতম হিন্দু ধর্মের কোন দেবতার দেহধারন করেন বলে মনে করা হয় - 

Ans = বিষ্ণু 

২০. ভারতের সর্বশেষ কোন রাজবংশ বৌদ্ধধর্মের পৃষ্ঠপােষকতা করেন - 

Ans = পাল

২১. বুদ্ধ কাকে বলেন “ মঠে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করতে পারলে সদ্ধর্ম হাজার বছর টিকে থাকবে ” -

Ans = আনন্দকে

২২. গৌতমের পূর্বজন্ম বৃত্তান্তকে কি বলা হয় - 

Ans = জাতক

২৩. পিটক কথার অর্থ কি - 

Ans = ঝুড়ি বা পাত্র 

২৪. থেরবাদীদের প্রধান কে ছিলেন  - 

Ans = মহাকাত্যায়ন

২৫. নির্বাণ কি - 

Ans = আত্মার মুক্তি 

২৬. গৌতম বুদ্ধ কি খেয়ে ধ্যানমগ্নে নিমজ্জিত হয়েছিলেন  - 

Ans = পায়েস

২৭. দ্বিতীয় মহাসম্মেলনের সভাপতি কে ছিলেন  - 

Ans = সাবাকামা

২৮. বৌদ্ধ ভীক্ষু অশ্বঘোষ কোন উপসম্প্রদায়ের  প্রতিনিধি ছিলেন  - 

Ans = সৌত্রান্তিক

২৯. গৌতম বুদ্ধের চিকিৎসা করেছিলেন  - 

Ans = জীবক চিন্তামনী

৩০. বুদ্ধ সর্বশেষ উপদেশ দিয়েছিলেন কাকে - 

Ans = শুভদ্রা

Post a Comment

0 Comments