Recents in Beach

মহাবীর ও জৈন ধর্ম (Mock Test - 4)

 


1. জৈন ধর্মের প্রকৃত  প্রবর্তক হলেন ?

A) মহাবীর             

B) নেমিনাথ

C) ঋষভনাথ         

D) পার্শ্বনাথ 

Ans = D

2. বৈদিক ব্রাহ্মন‍্য ধর্মের জটিলতার বিরুদ্ধে ভারতে কয়টি প্রতিবাদি ধর্মের উত্থান ঘটেছিল ?

A) ৫৫             

B) ৬০

C) ৬৩            

D) ৬৫

Ans = C

3. মহাবীরের তপশ্চর্যা বর্ণিত হয়েছে কোন গ্ৰন্থে ?

A) আচারঙসুত্র                    

 B) কল্পসুত্র

C) কল্পসুত্র আচারঙসুত্র       

D) কোনোটিই নয় 

Ans = C

4. মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করেন ?

A) অপভ্রংশ           

B) সংস্কৃত

C) পালি                

D) অর্ধ-মাগধী 

Ans = D

5. দিগম্বর পন্থীদের নেতা কে ছিলেন ?

A) ভদ্রবাহু                

B)  স্থুলভদ্র

C) ঋষভনাথ            

D) পার্শ্বনাথ  

Ans = A

6. শ্বেতাম্বর গোস্ঠীর নেতা কে ছিলেন ?

A) পার্শ্বনাথ            

B) ঋষভনাথ

C) স্থুলভদ্র             

D) ভদ্রবাহু

Ans = C

7. চতুর্যামের আদর্শ প্রচার করেন কে ?

A) ঋষভনাথ            

B) গৌতমবুদ্ধ

C)  পার্শ্বনাথ            

D)  মহাবীর

Ans = C

8. জৈন তীর্থঙ্করদের জীবনী গ্ৰন্থ কোনটি ?

A) আদিপূরান         

B) কল্পসুত্র

C)  ভগবতী সুত্র       

D) উভাসাগাদাসাও 

Ans = D

9. কোনটি জৈনধর্মের ত্রিরত্নের অন্তরভূক্ত নয় ?

A)  সৎবিশ্বাস           

B) সৎ জ্ঞান

C) সৎ চিন্তা             

D)  সৎ আচরন

Ans = C

10. কোনটি সঠিক নয়    

A) অজিতনাথ – হাতি         

 B) ধর্মনাথ - ব‍্যাঘ্রদন্ত

C) সম্ভবনাথ – ঘোড়া           

D)  সুমতিনাথ – বাদর 

Ans = D

11. নীম্নের কোনটি সঠিক   

A)  অরনাথ – কলসি           

B)  মহাবীর – মাছ

C) বিমলনাথ – হরিণ          

D) পার্শ্বনাথ – সর্প 

Ans = D

12.  মহাবীর গৃহত‍্যাগ করে সন‍্যাস গ্ৰহন করেন কত বছর বয়সে ?

A)  ২৫                      

B) ৩০

C)  ৩৫                     

D)  ৪০ 

Ans = B

13. মহাবীরের প্রথম শিষ‍্য কে ছিলেন ?

A) জামালি             

B)  ইন্দ্রভূতি

C) জম্বু                   

D ভদ্রবাহু 

Ans = A

14. মহাবীরের কাছে দীক্ষা গ্ৰহন করা প্রথম মহিলা কে ছিলেন ?

A) মল্লিকা               

B) দীপা

B)  চন্দনা              

D)বর্ণালী 

Ans = C

15. দ্বিতীয় জৈন মহাসম্মেলন কোথায় হয় ? 

A) বলভী              

B) পাটলিপুত্র

C) রাজগৃহ           

D) বৈশালি 

Ans = A


16. কৈবল‍্য শব্দের অর্থ কি ?

Ans = সর্বজ্ঞ

17. দৃস্টিবাদ গ্ৰন্থের লেখক কে ?

Ans = স্থুলভদ্র

18. জৈনদের প্রথম লিখিত গ্ৰন্থের নাম কি ?

Ans = কল্পসূত্র

19. মহাবীর কোথায় দেহত‍্যাগ করেন ?

Ans = পাবাপুরি/ পাবানগরি (বিহার)

20. মহাবীর কোন গাছের নীচে বসে কৈবল‍্য লাভ করেছিলেন ?

Ans = শালগাছ

21. ঋষভনাথের প্রতীক চিহ্ন কি ছিল ?

Ans = ষাড়

22. মহাবীরের কন‍্যার নাম কি ছিল ?

Ans = আনোজ্জা / প্রিয়দর্শনা

23. আজীবক সম্প্রদায়ের প্রতিস্ঠাতা কে ?

Ans = গোশাল মংখলিপুত্ত

24. জৈনধর্মের মূল ভিত্তি কি ছিল ?

Ans = সর্বপ্রানবাদ

25. মহাবীরের প্রথম সন‍্যাস গুরু কে ছিলেন ?

Ans = গোশাল মংখলিপুত্ত

26. জৈনরা সর্বপ্রথম কিসের ওপর চিত্রাঙ্কনের দক্ষতা অর্জন করেন ?

Ans = কাগজের ওপর

27. দক্ষিন ভারতের জৈনদের অন‍্যতম প্রধান কেন্দ্রটির নাম কি ?

Ans = মহীশুরের শ্রবনবেনগোলা

28. জিন কথাটির অর্থ কি ?

Ans = বিজয়ী

29. প্রথম তীর্থঙ্করের নাম কি ?

Ans = ঋষভনাথ

30. 24 তম জৈন তীর্থঙ্করের প্রতীক চিহ্ন কি ছিল ?

Ans = সিংহ

Post a Comment

0 Comments