Recents in Beach

সাতবাহন বংশ (Mock Test - 9)

 



১. সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠা কবে হয় ?

ক) ২৩০ খ্রি: পূ:

খ) ২৩৫ খ্রি: পূ:

গ) ৩৩৫ খ্রি: পূ:

ঘ) ৩৪০ খ্রি: পূ:

Ans = খ

২. সাতবাহন রাজ সিমুক কাকে পরাজিত করে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠা করেন ?

ক) বাসুদেব

খ) ভূমিপুত্র

গ) নারায়ণ

ঘ) সুশর্মন

Ans = ঘ

৩. সাতবাহন রাজত্বকালে সাহিত্যের ক্ষেত্রে কোন ভাষা ব্যাবহৃত হত ?

ক) সংষ্কৃত

খ) প্রাকৃত

গ) তামিল

ঘ) তেলেগু

Ans = খ

৪. সাতবাহনগণ আর অন্য কি নামে পরিচিত ছিলেন ? 

ক) চোল

খ) পল্লব

গ) চালুক্য

ঘ) অন্ধ্র

Ans = ঘ

৫. সাতবাহন শাসকদের মধ্যে প্রথম সফল রাজা কে ছিলেন ?

ক) সিমুক

খ) প্রথম সাতকর্ণী

গ) দ্বিতীয় সাতকর্ণী

ঘ) গৌতমীপুত্র সাতকর্ণী

Ans = খ

৬. শক শক্তি বিনাশকারী প্রথম ভারতীয় নরপতি কে ছিলেন ?

ক) সিমুক

খ) প্রথম সাতকর্ণী

গ) দ্বিতীয় সাতকর্ণী

ঘ) গৌতমীপুত্র সাতকর্ণী 

Ans = ঘ

৭. ক্রমপর্যায়ে কোনটি সঠিক ---

ক) সিমুক, কৃষ্ণ, ২য় সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী 

খ) সিমুক, ২য় সাতকর্ণী, কৃষ্ণ, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী

গ) সিমুক, গৌতমীপুত্র সাতকর্ণী, কৃষ্ণ, ২য় সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী 

ঘ) সিমুক, ২য় সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, কৃষ্ণ, যজ্ঞশ্রী সাতকর্ণী

Ans = ক

৮. নীম্নের কে রুপার মুদ্রা চালু করেন ?

ক) কুন্তল সাতকর্ণী

খ) গৌতমীপুত্র সাতকর্ণী

গ) যজ্ঞশ্রী সাতকর্ণী

ঘ) ৪র্থ পুলমায়ী 

Ans = গ

৯. সাতবাহনরা জাতিতে ছিলেন ?

ক) ব্রাহ্মন

খ) ক্ষত্রীয়

গ) বৈশ্য

ঘ) শূদ্র

Ans = ক

১০. নীম্নের কোনটি ভূল ---

ক) গৌতমী বলশ্রী—নাসিক প্রশস্তি

খ) রুদ্রদামন—জুনাগড় লেখ

গ) নায়নিকা—নানাঘাট 

ঘ) প্লিনি—পেরিপ্লাস অফ দ্য ইরিথিরিয়ান সী 

Ans = ঘ

১১. সাতবাহনদের সমকালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর হল —

ক) কোচিন

খ) কালিঘাট

গ) সোপারা

ঘ) তাম্রলিপ্ত 

Ans = গ

১২. প্রাচীন ভারতে সাতবাহনদের জেলা কি নামে পরিচিত ? 

ক) রাষ্ট্রা

খ) বিহার

গ) অহরা 

ঘ) কটকা 

Ans = গ

১৩. গৌতমীপুত্র সাতকর্ণীর প্রচলিত মুদ্রা পাওয়া গেছে —

ক) বেঙ্গিতে

খ) কাদালুর

গ) বেল্লারি

ঘ) শ্রীকাকুলম

Ans = খ

১৪. সাতবাহন রাজ হালের সভাকবি ছিলেন —

ক) গুনাঢ্য

খ) গন্ডফার্নেস

গ) অ্যাজিলিসেস

ঘ) রুদ্রদামন

Ans = ক

১৫. রুদ্রদামন কতবার সাতবাহনদের পরাস্ত করেন ?

ক) ২ 

খ) ৪

গ) ৬

ঘ) ৮ 

Ans = ক

১৬. সাতবাহন সমাজে কৃষকরা কোন শ্রেণীতে ছিল ?

ক) প্রথম

খ) দ্বিতীয়

গ) তৃতীয়

ঘ) চতুর্থ 

Ans = গ

১৭. কোন বংশ রাজবংশে পরিণত হলেও “সেনাপতি” পদবী ধারন করে চলতেন ?

ক) শুঙ্গ

খ) কান্ব

গ) চেদি

ঘ) সাতবাহন 

Ans = ক

১৮. পুরানে “শূঙ্গভৃত্য” হিসাবে বর্ণীত হয়েছে কারা —

ক) শূঙ্গ

খ) কান্ব

গ) চেদি

ঘ) সাতবাহন

Ans = খ

১৯. খারবেল হাতিগুম্ফা শিলালিপি কোন ভাষায় রচনা করেন ?

ক) মাগধী

খ) অর্ধমাগধী

গ) প্রাকৃত

ঘ) সংষ্কৃত

Ans = গ

২০. চেদি বংশের প্রথম রাজা কে ছিলেন ?

ক) খারবেল

খ) মহামেঘবর্মণ

গ) বক্রদেব

ঘ) সুশর্মণ 

Ans = খ

২১. সাতবাহনদের রাজধানী অবস্থিত ছিল ?

ক) দূর্গতে

খ) পৈঠানে

গ) অমরাবতীতে

ঘ) তাম্রলিপ্তে

Ans = খ

২২. কাকে “ বিন্ধ্য অধিপতি ” বলা হয় ?

ক) সিমুক 

খ) হাল

গ) গৌতমীপুত্র সাতকর্ণী

ঘ) চতুর্থ পুলমায়ী

Ans = গ

২৩. রুদ্রদামন সাতবাহনদের বিরুদ্ধে জয়লাভ করে তা জানা যায় –

ক) নানাঘাট লেখ

খ) নাসিক প্রশস্তি

গ) জুনাগড় লেখ

ঘ) হাতিগুম্ফা শিলালিপি থেকে

Ans = গ

২৪. সাতবাহন বংশের সর্বশেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন ?

ক) গৌতমীপুত্র সাতকর্ণী

খ) বশিষ্ঠপুত্র পুলমায়ী

গ) যজ্ঞশ্রী সাতকর্ণী

ঘ) চতুর্থ পুলমায়ী

Ans = গ

২৫. নীম্নের কোনটি সাতবাহনদের সমসাময়ীক উল্লেখ পাওয়া যায় ?

ক) জ্যোতির্বিদ্যা

খ) গণিত

গ) চিকিৎসাশাস্ত্র

ঘ) সবগুলি

Ans = ঘ

২৬. কার সময়কালে অমরাবতী স্তুপের সংষ্কার এবং দামী পাথর দিয়ে সাজানো হয় ?

ক) গৌতমীপুত্র সাতকর্ণী

খ) বশিষ্ঠপুত্র পুলমায়ী

গ) যজ্ঞশ্রী সাতকর্ণী

ঘ) চতুর্থ পুলমায়ী 

Ans = খ

২৭. সাতবাহন শাসকদের মুদ্রা পাওয়া গেছে —

ক) জোগালথোস্বি

খ) অকোলা

গ) সোপারা

ঘ) সবগুলিতে

Ans = ঘ

২৮. নীম্নের কোন শাসক অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?

ক) প্রথম সাতকর্ণী

খ) সিমুক

গ) হাল

ঘ) কেউই নন

Ans = ক

২৯. যজ্ঞশ্রী সাতকর্ণীর মুদ্রায় কিসের চিত্র পাওয়া গেছে ?

ক) নৌকার চিত্র

খ) জাহাজের চিত্র

গ) গুহার চিত্র

ঘ) অশ্বচিত্র 

Ans = খ

৩০. “অযোধ্যা লেখ” এটি কার রচিত ?

ক) খারবেল

খ) ধ্যানদেব

গ) নাগসেন

ঘ) নায়নিকা

Ans = খ


Post a Comment

0 Comments