Recents in Beach

সম্রাট অশোক (Mock Test - 8)

 



১. বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন প্রদেশের শাসক ছিলেন ?

ক) পাটলিপুত্র 

খ) কলিঙ্গ

গ) তক্ষশিলা

ঘ) উজ্জয়িনী

Ans = ঘ

২. রাজতরঙ্গিনী গ্ৰন্থে অশোকের প্রিয় দেবতা হিসাবে কাকে উল্লেখ করা হয়েছে ?

ক) শিব

খ) কৃষ্ণ

গ) বিষ্ণু

ঘ) বুদ্ধদেব

Ans = ক

৩. অশোকের লিপিগুলি মূলত প্রাকৃত ভাষায় রচিত হওয়ার কারণ কি ?

ক) এটি ছিল সমকালীন একমাত্র ভাষা

খ) এটি ছিল সমকালীন রাস্ট্রীয় ভাষা

গ) গৌতম বুদ্ধ এই ভাষা বুঝতেন বলে

ঘ) অধিকাংশ অধিবাসীরা এই ভাষা বুঝতেন 

Ans = ঘ

৪. অশোকের তোপরা ও মীরাট স্তম্ভ দুটি দিল্লীতে নিয়ে আসেন কে ?

ক) জাহাঙ্গীর 

খ)ফিরোজশাহ তুঘলক

গ) ক্যানিংহাম

ঘ) মহম্মদ বিন তুঘলক

Ans = খ

৫. মাষ্কি অনুশাসনটি কোথায় অবস্থিত ?

ক) রাজস্থান

খ) তামিলনিড়ু

গ) কর্ণাটক

ঘ) মধ্যপ্রদেশ

Ans = গ

৬. অশোকের রাজত্বের ১৯ বছরে খোদিত হয়েছে ----

ক) লুম্বিনী স্তম্ভলেখ

খ) নিগলিসাগর লেখ

গ) বরাবর গুহালেখ

ঘ) জুনাগড় লেখ

Ans = গ

৭. কোন বিদেশী পর্যটক  ভিক্ষুবেশে অশোকের খোদাই করা প্রতিকৃতি দেখেছিলেন ?

ক) ইৎ সিং

খ) ফা-হিয়েন

গ) হিউয়েন সাং

ঘ) মেগাস্থিনিস

Ans = ক

৮. কোনটি অশোকের “ধম্ম” এর মূল ভিত্তি ছিল ?

ক) শ্রদ্ধা

খ) ভক্তি

গ) অহিংস

ঘ) সৎ ব্যাবহার

Ans = গ

৯. অশোকের রাজত্বকালে বিচারক হিসাবে কাকে নিয়োগ করা হত ?

ক) মহামাত্র

খ) কুমার অমাত্য

গ) সমাহর্তা

ঘ) সন্নিধাতা

Ans = খ

১০. অশোকের “ধম্মনীতির” মূল  বক্তব্য কি ছিল ?

ক) মিতাচার

খ) দান

গ) দয়া

ঘ) সবগুলি

Ans = ক

১১. “যেকোনো ধর্মানুষ্ঠানে পশুহত্যা নিষিদ্ধকরণ”- এটি জানা যায় —

ক) প্রথম স্তম্ভলেখ থেকে

খ) তৃতীয় স্তম্ভ লেখ থেকে

গ) পঞ্চম স্তম্ভলেখ থেকে

ঘ) সপ্তম স্তম্ভলেখ থেকে

Ans = গ

১২. অশোকের অনুশাসন গুলির উদ্দেশ্য জানা যায় ---

ক) সপ্তম মুখ্য অনুশাসন

খ) দশম মুখ্য অনুশাসন

গ) দ্বাদশ মুখ্য অনুশাসন 

ঘ) চতুর্দশ মুখ্য অনুশাসন থেকে

Ans = ঘ

১৩. অশোক যে প্রদেশটি মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন তা হল ---

ক) মগধ

খ) পাঞ্চাল

গ) অঙ্গ

ঘ) কলিঙ্গ

Ans = ঘ

১৪. অশোক ম্যাসিডোনের কোন গ্ৰীক রাজার কাছে দূত পাঠান ?

ক) আলেকজান্ডার

খ) ডাইমেক্স

গ) অ্যান্টিগোনাস

ঘ) সবগুলি 

Ans = গ

১৫. অশোক তার প্রায় সবধরনের শিলালেখতেই কোন ধরনের প্রাকৃত ভাষা ব্যাবহার করেছেন ?

ক) অর্ধ মাগধী

খ) মাগধী

গ) মহারাস্টী

ঘ) সবগুলি

Ans = ক

১৬. নীম্নের কোনটি অশোকের পূত্রের নাম ---

ক) কূনাল

খ) মহেশ্বর

গ) বিন্দুসার

ঘ) তুষাষ্প

Ans = ক

১৭. নীম্নের কোনটি অশোকের শিলালিপির শ্রেণীতে পড়ে ---

ক) পর্বত লিপি

খ) স্তম্ভ লিপি

গ) গুহার গায়ে খোদাই করা লিপি

ঘ) সবগুলি

Ans = ঘ

১৮. কলিঙ্গ যুদ্ধটি সংঘটিত হয়েছিল কোন নদীর তীরে ?

ক) সূবর্ণরেখা নদী

খ) গোদাবরী নদী

গ) দয়া নদীর

ঘ) কোনোটিই নয়

Ans = গ

১৯. মধ্য এশিয়ায় ধর্ম প্রচারের জন্য অশোক কাকে পাঠিয়েছিলেন ? 

ক) কূনাল

খ) তুষাষ্প

গ) সংঘমিত্রা

ঘ) মহারক্ষিত 

Ans = ক

২০. অশোকের ধর্ম সর্বাপেক্ষা বেশি প্রচারিত হয়েছিল কোন প্রদেশে ?

ক) তক্ষশিলা

খ) পাটলিপূত্র

গ) বৈশালি

ঘ) উজ্জয়িনী

Ans = ক

২১. অশোকের অনুশাসনগুলি কোন কোন ভাষায় পাওয়া গেছে ?

ক) খরষ্ঠী ও ব্রাহ্মী

খ) খরষ্ঠী, ব্রাহ্মী ও গ্ৰীক

গ) খরষ্ঠী, ব্রাহ্মী, গ্ৰীক ও অ্যারামীয়

ঘ) খরষ্ঠী, ব্রাহ্মী ও অ্যারামীয়

Ans = গ

২২. কোন বৌদ্ধ গ্ৰন্থে অশোকের জীবনি সংষ্কৃত ভাষায় লেখা আছে ?

ক) দ্বীপ বংশ

খ) মহাবংশ

গ) পূরাণে

ঘ) দিব্যবদানে

Ans = ঘ

২৩. অশোকের বড় ভাই সুসিমা কোথাকার শাসনকর্তা ছিলেন ?

ক) তক্ষশিলা

খ) পাটলিপূত্র

গ) উজ্জয়িনী

ঘ) মগধ

Ans = ক

২৪. তিব্বতীয় ঐতিহাসিক তারানাথের মতে, অশোক তাঁর কয়টি ভাইকে হত্যা করেন ?

ক) ৯৯

খ) ৬

গ) ৭

ঘ) ৯৭

Ans = খ

২৫. অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধসঙ্গীতি কবে অনুষ্ঠিত হয় ?

ক) ২৪৯ খ্রি: পূ:

খ) ২৫০ খ্রি: পূ:

গ) ২৫১ খ্রি: পূ:

ঘ) ২৫৩ খ্রি: পূ:

Ans = খ

২৬. মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল ---

ক) নেপাল

খ) ভূটান

গ) বাংলাদেশ

ঘ) সবগুলি

Ans = ক

২৭. অশোকের প্রধান রানী ছিলেন ?

ক) দেবী

খ) অসন্ধিমিত্রা

গ) পদ্মাবতী

ঘ) চারুবাকী

Ans = খ

২৮. রাজুক পদের দায়িত্ব জানা যায় ---

ক) প্রথম স্তম্ভলেখ

খ) তৃতীয় স্তম্ভলেখ

গ) সপ্তম স্তম্ভলেখ 

ঘ) কোনোটিই নয়

Ans = ঘ

২৯. কে সর্বপ্রথম অশোকের শিলালেখ পাঠোদ্ধার করেন ?

ক) ল্যাসেন

খ) ক্যানিংহাম

গ) জেমস প্রিন্সেপ

ঘ) ম্যাসান

Ans = গ

৩০. “ বিশ্ব শান্তির অগ্ৰদূত, রাজর্ষি অশোক কেবলমাত্র ভারতেই নয়, সারা বিশ্বের ইতিহাসে সর্বকালের হর্বশ্রেষ্ঠ হম্রাট” কার উক্তি ?

ক) আর. সি .মজুমদার 

খ) ভিন্সেন্ট স্মিথ

গ) রাধাকুমুধ মুখোপাধ্যায়

ঘ) এইচ. জি. ওয়েলস

Ans = ঘ

Post a Comment

0 Comments