Recents in Beach

আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত মৌর্য (Mock Test - 7)





১. ৩২৬ খ্রি: পূ: সংঘটিত হিদাসপিসের যুদ্ধের বিশদ বিবরণ পাওয়া যায় কার লেখা থেকে ---

ক) জাস্টিন

খ) প্লুটার্ক

গ) অ্যারিয়ান

ঘ) ডায়োডোরাস

Ans = গ

২. ভারতের প্রথম বিশ্বাসঘাতক রাজা কাকে বলা হয় ---

ক) পূরু

খ) অম্ভি

গ) দরায়ুস

ঘ) সৌভূতি

Ans = খ

৩. কোন তামিল কবির কবিতাতে দক্ষিন ভারতে মৌর্যদের অভিযানের কথা উল্লেখ করেছেন ---

ক) উরুভার

খ) পার্থসারথী

গ) রামলিঙ্গম

ঘ) মামুমলার

Ans = ঘ

৪. কারা মন্তব্য করেন যে, চন্দ্রগুপ্ত মৌর্য সমগ্ৰ ভারত জয় করেন ---

ক) অ্যারিয়ান ও স্ট্র্যাবো

খ) প্লুটার্ক ও জাস্টিন

গ) প্লিনী ও ডায়োডোরাস

ঘ) প্লিনী ও স্ট্র্যাবো

Ans = খ

৫. চন্দ্রগুপ্ত মৌর্যকে “কূলহীন ” বা “বৃশল ” বলা হয়েছে ---

ক) অর্থ শাস্ত্রে

খ) ইন্ডিকায়

গ) মহাভাষ্যে

ঘ) মূদ্রারাক্ষসে

Ans = ঘ

৬. কে বলেছেন, “ভারতীয়রা লিখতে জানতো না ” ---

ক) মেগাস্থিনিস

খ) অ্যারিয়ান

গ) স্ট্র্যাবো

ঘ) জাস্টিন

Ans = ক

৭. চন্দ্রগুপ্ত মৌর্যের পশ্চিম ভারত বিজয়ের প্রমাণ পাওয়া যায় ---

ক) গিরনার লেখতে

খ) তোপড়া লেখতে

গ) জুনাগড় লেখতে

ঘ) মাষ্কি লেখতে

Ans = গ

৮. মৌর্য যুগে “সন্ধির দ্বারা মিত্রতা ” নীতিকে বলা হয় ---

ক) দান

খ) ভেদ

গ) দন্ড

ঘ) সাম

Ans = ঘ

৯. শত্রুরাস্ট্রে বিভেদ সৃস্টির বিষয়টি মৌর্য শাসনে কি নামে পরিচিত ---

ক) সাম

খ) দন্ড

গ) ভেদ

ঘ) দান

Ans = গ

১০. কার শাসনকালে সূদর্শন হ্রদ খনন করা হয় ---

ক) মহাপদ্ম নন্দ

খ) চন্দ্রগুপ্ত মৌর্য

গ) বিন্দুসার

ঘ) অশোক

Ans = খ

১১. কোন সম্প্রদায়ের প্রতি বিন্দুসারের উৎসাহ ছিল ---

ক) জৈন

খ) বৌদ্ধ

গ) আজীবক

ঘ) লোকায়ত ধর্ম

Ans = গ

১২. “ Battle of liberation ” কবে সংঘটিত হয় ---

ক) ৩০৫ খ্রি: পূ:

খ) ৩২০ খ্রি: পূ:

গ) ৩০০ খ্রি: পূ:

ঘ) ৩২৩ খ্রি: পূ:

Ans = ক

১৩. সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে ছেড়ে দিতে বাধ্য হন ---

ক) কাবুল

খ) বেলুচিস্তান

গ) হিরাট

ঘ) সবগুলি

Ans = ঘ

১৪. আলেকজান্ডার ভারতে মোট কতদিন ছিলেন ---

ক) ২ বছর ৫ মাস

খ) ২ বছর ১০ মাস

গ) ৩ বছর ৫ মাস

ঘ) ৩ বছর ১০ মাস

Ans = ক

১৫. গ্ৰীক ঐতিহাসিকদের মতে, হিদাসপিসের যুদ্ধের সময় পূরুর অধীনে অশ্বারোহীর সংখ্যা ছিল ---

ক) ২০০০ টি

খ) ৩০০০ টি

গ) ৪০০০ টি

ঘ) ৫০০০ টি

Ans = গ

১৬. চন্দ্রগুপ্ত মৌর্য নির্মিত সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত ---

ক) গুজরাট

খ) পাটলিপুত্র

গ) তক্ষশিলা

ঘ) কর্ণাটক

Ans = ক

১৭. নীম্নের কোনটি সত্য —

মেগাস্থিনিস বলেছেন---

A-ভারতে ক্রীতদাস প্রথার প্রচলন ছিল

B-ভারতীয়রা ৭ টি জাতিতে বিভক্ত

C-ভারতে দুর্ভিক্ষ হয়না

D-ভারতে পঞ্চধাতু প্রচলিত ছিলনা

বিকল্প উত্তর

ক) A & B

খ) B & C

) C & D

ঘ) সবগলি

Ans = খ

১৮. ইন্ডিকা গ্ৰন্থটি কোন ভাষায় লেখা ---

ক) পার্সিয়ান

খ) পালি

গ) সংষ্কৃত

ঘ) গ্ৰীক

Ans = ঘ

১৯. শ্রবনবেনগোলা কোন পর্বতের কাছে অবস্থিত ---

ক) ধৌলি

খ) উদয় গিরি

গ) খন্ডগিরি

ঘ) চন্দ্রগিরি

Ans = ঘ

২০. মিশরের রাজা দ্বিতীয় টলেমী বিন্দুসারের রাজসভায় কাকে রাজদূত হিসাবে পাঠিয়েছিলেন---

ক) অ্যান্টিওকাস

খ) ডিওডোরাস

গ) ফিলাডেলফাস

ঘ) ডায়োনিসাস

Ans = ঘ

২১. চন্দ্রগুপ্তের সময় সূবর্নগিরি কার রাজধানী ছিল ---

ক) উত্তরাপথ

খ) অবন্তীপথ

গ) প্রাচ্য

ঘ) দক্ষিনাপথ

Ans = ঘ

২২. কার সাথে চন্দ্রগুপ্ত মৌর্য শ্রবণবেনগোলায় যান এবং সেখানে তিনি প্রানত্যাগ করেন ---

ক) ভদ্রবাহু

খ) স্থুলভদ্র

গ) মহাবীর

ঘ) পার্শ্বনাথ

Ans = ক

২৩. আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয় ---

ক) বালুচিস্তান

খ) পাতালনগরী

গ) ব্যাবিলন

ঘ) বুকেফালা

Ans = গ

২৪. আলেকজান্ডারের নৌ সেনাপতির নাম কি ছিল ---

ক) নিয়ারকাস

খ) সিসিকোটাস

গ) অশ্বজিত

ঘ) কোফিউস

Ans = ক

২৫. চন্দ্রগুপ্ত মৌর্য কি কি রাজস্ব আদায় করতেন ---

ক) ভাগ

খ) বলি

গ) উভয়

ঘ) কোনোটিই নয়

Ans = গ

২৬. চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিন ভারতে কোন দূর্গ দখল করেন ---

ক) চিতোর দূর্গ

খ) চিতলদূর্গ

গ) চন্দ্রগিরি দূর্গ

ঘ) কোনোটিই নয়

Ans = খ

২৭. পূরান অনুসারে বিন্দুসার কত দিন রাজত্ব করেছিলেন ---

ক) ২৪ বছর

খ) ২৫ বছর

গ) ২৬ বছর

ঘ) ২৭ বছর

Ans = খ

২৮. কে বলেছিলেন : চন্দ্রগুপ্ত মোর্য হল “ ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম শাসক ” ?

ক) রমেশচন্দ্র মজুমদার

খ) রাধাকুমুদ মুখোপাধ্যায়

গ) হেমচন্দ্ররায় চৌধুরী

ঘ) মেগাস্থিনিস

Ans = খ

২৯. এপিটোম গ্ৰন্থটি কার লেখা ---

ক) নিয়ারকাস

খ) অ্যারিয়ান

গ) প্লুটার্ক

ঘ) জাস্টিন

Ans = ঘ

৩০. বিন্দুসারের রাজত্বকাল লেখ ---

ক) ৩০০ খ্রি: পূ: -- ২৭৩ খ্রি: পূ:

খ) ৩০০ খ্রি: পূ: -- ২৭৫ খ্রি: পূ:

গ) ৩০০ খ্রি: পূ: -- ২৭৬ খ্রি: পূ:

ঘ) ৩০০ খ্রি: পূ: -- ২৭২ খ্রি: পূ:

Ans = ক

Post a Comment

0 Comments