Recents in Beach

ষোড়শ মহাজনপদ (Mock Test - 6)

 




১. কোন মহাজনপদে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন ?

ক) বৃজি

খ) মল্ল

গ) মগধ

ঘ) চেদি

Ans = খ

২. অস্মক মহাজনপদটি ভারতের কোন অংশের ?

ক) উত্তর ভারত

খ) দক্ষিণ ভারত

গ) পূর্ব ভারত

ঘ) পশ্চিম ভারত

Ans = খ

৩. উত্তরপথ ও দক্ষিণপথের সংযোগস্থলে কোন শহরটি অবস্থিত ?

ক) মথুরা

খ) জয়পুর

গ) অযোধ্যা

ঘ) এলাহবাদ

Ans = ক

৪. প্রাচীন ভারতের শিক্ষা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ?

ক) রাজপুর

খ) হস্তিনাপুর

গ) তক্ষশিলা

ঘ) মগধ

Ans = গ

৫. রাজা প্রসেনজিৎ ছিলেন ভগবান বুদ্ধের সমসাময়িক ও বন্ধু তিনি কোথাকার রাজা ছিলেন ?

ক) কাশি

খ) কোশল

গ) অঙ্গ

ঘ) মগধ

Ans = খ

৬. তক্ষশিলার দুইপাশে কোন দুটি নদি প্রবাহিত হয়েছে ?

ক) সিন্ধু ও গোদাবরী

খ) সিন্ধু ও ঝিলাম

গ) ঝিলাম ও গোদাবরী

ঘ) ঝিলাম ও যমুনা

Ans = খ

৭. ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ ঘোড়া কেনাবেচার কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল ?

ক) কোশল

খ) মগধ

গ) কাশি

ঘ) বৈরাট

Ans = গ

৮. বৃজি ও মল্ল কেন্দ্র দুটি ছিল ?

ক) গণতান্ত্রিক

খ) রাজতান্ত্রিক

গ) উভয়

ঘ) কোনোটিই নয়

Ans = ঘ

৯. শিশুপাল কোন মহাজনপদের রাজা ছিলেন ?

ক) কুরু

খ) কাশি

গ) অঙ্গ

ঘ) চেদি

Ans = ঘ

১০. রাজা প্রসেনজিৎ তার জামাতা অজাৎশত্রুকে কোন শহরটি যৌতুক হিসাবে দেন ?

ক) কোশল

খ) কাশি

গ) অঙ্গ

ঘ) শ্রাবস্তি

Ans = খ

১১. ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয় ?

ক) মগধ

খ) কাশি

গ) অঙ্গ

ঘ) কুরু

Ans = ক

১২. “ সেয়নগ ” ছিল ---

ক) বিম্বিসারের হাতির নাম

খ) অজাৎশত্রুর হাতির নাম

গ)ধননন্দের ঘোড়ার নাম

ঘ) কালাশোকের ঘোড়ার নাম

Ans = ক

১৩. বৌদ্ধ বিহারগুলি সংষ্কার করেন ---

ক) অজাৎ শত্রু

খ) বিম্বিসার

গ) শিশুনাগ

ঘ) মহাপদ্মনন্দ

Ans = ক

১৪. উত্তর ভারতের যে রাজ্যটি বৈদিক পরবর্তী যুগের নয় ---

ক) কুরু

খ) কোশল

গ) কাশি

ঘ) অঙ্গ

Ans = ঘ

১৫. মগধ নামক মহাজনপদটির প্রতিস্ঠাতা হলেন—

ক) পালক

খ) জরাসন্ধ

গ) মহাসেন

ঘ) ব্রহ্মদত্ত

Ans = খ

১৬. “কুনিক” নামে পরিচিত ছিলেন কে ?

ক) বিম্বিসার

খ) শিশুনাগ

গ) ধননন্দ

ঘ) কেউই নন

Ans = ঘ

১৭. বিম্বিসারের উপাধি কি ছিল ?

ক) কুনিক

খ) শ্রেণিক

গ) একরাট

ঘ) সবগুলি

Ans = খ

১৮.    A) বৃজি --- ১. চেতক

         B) কুরু --- ২. কোরব্য

         C) অস্মক --- ৩. অরুণ

         D) চেদি --- ৪. শিশুপাল

ক) A-৪, B-৩, C-২, D-১

খ) A-৩, B-৪, C-১, D-২

গ) A-২, B-১, C-৪, D-৩

ঘ) A-১, B-২, C-৩, D-৪

Ans = ঘ

১৯. কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ?

ক) ধননন্দ

খ) মহাপদ্মনন্দ

গ) অজাৎশত্রু

ঘ) কালাশোক

Ans = ক

২০. জনপদীয় যুগে এলাহবাদ কি নামে পরিচিত ছিল ?

ক) বৎস

খ) মল্ল

গ) মগধ

ঘ) মৎস

Ans = ক


SAQ

২১. শিশুনাগ মগধের রাজধানী কোথায় স্থানান্তরিত করেন ?

Ans = বৈশালিতে

২২. দ্বিতীয় পরশুরাম কার উপাধি ছিল ?

Ans = মহাপদ্মনন্দ-এর

২৩. কৌটিল্য কোন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করেন?

Ans = তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে

২৪. বৃজি মহিজনপদটি বর্তমান কোথায় অবস্থিত ?

Ans = বিহারের মজ:ফরপুরে

২৫. কোন সম্রাট “প্রথম বৌদ্ধ সংগীতি” আহ্বান করেন ? 

Ans = অজাৎশত্রু

২৬. লিচ্ছবি শাসক চেতকের কন্যার নাম কি ?

Ans = চেল্লনা

২৭. ষোড়শ মহাজনপদের কোন রাজ্যটি বনজ, খনিজ, ও বাণিজ্য সম্পদে সমৃদ্ধ ছিল ?

Ans = মগধ

২৮. মনুসংহিতায় কাদের “ব্রাত্যক্ষত্রিয়” হিসাবে অভিহিত করা হয়ছে ?

Ans = মল্লদের

২৯. অবন্তীর দক্ষিণ অংশের রাজধানীর নাম কি ?

Ans = মহিষ্মতি

৩০. ধননন্দ গ্ৰীকদের কাছে কি নামে পরিচিত ছিল ?

Ans = উগ্ৰসৈন্য বা অ্যাগ্ৰামেস বা জ্যান্ড্রাসেস

Post a Comment

0 Comments