Recents in Beach

কুষাণ ও কণিষ্ক (Mock Test - 10)



১. কুষাণ যুগের প্রধান ঐতিহাসিক উপাদান হল –

ক) বিশ্বকোষ

খ) সি – চি

গ) হিউয়েনসাঙ এ্রর বিবরণী

ঘ) সবগুলি

২. কুষাণরা কোন জাতির শাখা ছিল ?

ক) টুন - হুয়াং

খ) পান জাতি

গ) ইউ - চি

ঘ) কোনোটিই নয় 

৩) নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন করেন কে ?

ক) কুজুল কদফিসেস

খ) বিম কদফিসেস

গ) কণিষ্ক

ঘ) ২য় বাসুদেব

৪. কণিষ্ক কোন ভারতীয় উপাধিটি গ্ৰহন করেন ?

ক) মহারাজা

খ) রাজাধিরাজ

গ) দ্বৈব পুত্র

ঘ) কৈসর

৫. বিম কদফিসেস কোন উপাধিটি গ্ৰহন করেন ?

ক) মহারাজা

খ) রাজাধিরাজ

গ) মহিশ্বর

ঘ) সবগুলি

৬. ইয়েন কাওচেন কার আর এক নাম ?

ক) কুজুল কদফিসেস

খ) বিম কদফিসেস

গ) কণিষ্ক

ঘ) হুবিষ্ক

৭. চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সহ সভাপতি কে ছিলেন ?

ক) নাগার্জুন

খ) বসুমিত্র

গ) অশ্বঘোষ

ঘ) পার্শ্ব

৮. কণিষ্কের প্রধান মন্ত্রীর নাম কি ছিল ?

ক) মাথর

খ) নাগার্জুন

গ) কুমারলতা

ঘ) টিটাস

৯. সম্রাট কণিষ্ক পেশোয়ারে যে কাঠের চৈত্যটি নির্মাণ করেন, তার উচ্চতা হল –

ক) ৩৫০ ফুট

খ) ৪০০ ফুট

গ) ৫০০ ফুট

ঘ) ৬০০ ফুট

১০. কণিষ্কের ব্যাক্তিগত চিকিৎসক কে ছিলেন ?

ক) রামদেব

খ) চরক

গ) নাগার্জুন

ঘ) কেউই নন

১১. নকশা ও ওজন পদ্ধতি কে প্রচলন করেন ?

ক) কুজুল কদফিসেস

খ) বিম কদফিসেস

গ) কণিষ্ক

ঘ) ২য় বাসুদেব

১২. “ দ্বিতীয় অশোক ” বলে কাকে অভিহিত করা হয় ?

ক) কুজুল কদফিসেস

খ) বিম কদফিসেস

গ) কণিষ্ক

ঘ) হুবিষ্ক

১৩. কণিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তিটি পাওয়া যায় ?

ক) পুরুষপুর

খ) কাশ্মির

গ) মথুরা

ঘ) অযোধ্যা

১৪. কুষাণ যুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে ?

ক) গান্ধার

খ) মথুরা 

গ) অমরাবতী

ঘ) সবগুলি

১৫. জয়স্বামীপুর (কাশ্মীর) নগর প্রতিষ্ঠা করেন ?

ক) কণিষ্ক

খ) বাসিষ্ক 

গ) হুবিষ্ক

ঘ) ২য় বাসুদেব

১৬. কণিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

ক) পুরুষপুর

খ) পাটলিপুত্র

গ) অযোধ্যা

ঘ) মথুরা

১৭. ভারতে শকদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

ক) রুদ্রদামন

খ) অ্যাজিলিস

গ) গন্ডফার্নেস

ঘ) মোয়েস

১৮. মিনান্দারের রাজধানী ছিল –

ক) পুরুষপুর

খ) গান্ধার

গ) পাটলিপুত্র

ঘ) সাকল 

১৯. কণিষ্কের সভাকবি কে ছিলেন ?

ক) অশ্বঘোষ

খ) নাগার্জুন

গ) বসুমিত্র

ঘ) চরক

২০. রোমান ধাঁচে তাম্র মুদ্রা প্রচলন করেন কে ?

ক) প্রথম কদফিসেস

খ) দ্বিতীয় কদফিসেস

গ) কণিষ্ক

ঘ) হুবিষ্ক

২১. সম্রাট কণিষ্ক কবে শকাব্দের প্রচলন করেন ?

ক) ৭৪ খ্রি:

খ) ৭৬ খ্রি:

গ) ৭৮ খ্রি:

ঘ) ৮০ খ্রি:

২২. কণিষ্ক কোথায় কণিষ্কপুর নামে একটি শহর নির্মাণ করেন ?

ক) অযোধ্যা

খ) কাশ্মীর

গ) পাটলিপুত্র

ঘ) মহারাস্ট্রে

২৩. কোন উপন্যাসে কণিষ্কের মাথাকাটা যাওয়ার রোমাঞ্ছকর কাহিনী লিপিবদ্ধ রয়েছে ?

ক) ঘরে – বাইরে

খ) ভয়ঙ্কর সুন্দর

গ) ব্রাজিলের কালোবাঘ

ঘ) আনন্দমঠ

২৪. কে বলেন - কণিষ্ক দ্বিতীয় অশোকের ভূমিকা পালন করেন ?

ক) স্মিথ

খ) হেমচন্দ্ররায় চৌধুরী

গ) অ্যালান

ঘ) অশ্বঘোষ

২৫. কোন গ্ৰন্থে বলা হয়েছে : কুষাণ সাম্রাজ্য একটি বিশাল স্তম্ভের মত ?

ক) Discovery of India ( জওহরলাল নেহেরু )

খ) The wealth of Nation ( অ্যাডাম স্মিথ )

গ) Hind Swaraj ( গান্ধীজি )

ঘ) রাজতরঙ্গীনি ( কলহণ )

২৬. কণিষ্ক কোন চিনা সেনাপতির কাছে পরাস্ত হন ?

ক) প্যান – চাও

খ) প্যানকু

গ) আস্মিয়ানুস

ঘ) ফ্যান – ই

২৭. প্রথম কণিষ্কের মুদ্রায় কোন দেবদেবীর মূর্তি অঙ্কিত ছিল ?

ক) গ্ৰিক

খ) হিন্দু

গ) পারসিক

ঘ) সবগুলি

২৮. কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ হিসাবে ধরা হয় ?

ক) সাম্রাজ্যে্র অভ্যন্তরীন বিদ্রোহ

খ) বাণিজ্যের অবণতি

গ) যোগাযোগ ব্যাবস্থার অভাব

২৯. কণিষ্ক নির্মিত পেশোয়ারের চৈত্যটির নক্সা কে তৈরী করেন ?

ক) টিটাস

খ) অ্যাজেলিসাস

গ) নাগার্জুন

ঘ) সলিডাস

৩০. কোন সম্রাট নিজেকে “দ্বৈবপুত্র ” বলে অভিহিত করেন ?

ক) কুজুল কদফিসেস

খ) কণিষ্ক

গ) বাসিষ্ক

ঘ) ২য় বাসুদেব


Click Here

Post a Comment

1 Comments