Recents in Beach

গুপ্ত রাজবংশ (Mock Test = 11)

 



১. ভারতীয় ইতিহাসে গুপ্ত যুগকে কার সঙ্গে তুলনা করা হয়ে থাকে ?

ক) এলিজাবেথীয় যুগ

খ) পেরিক্লীয় যগ

গ) অগাস্টাসের যুগ

ঘ) সবগলির সাথে

Ans = ঘ

২. কালিদাস রচিত গ্ৰন্থটি হল —

ক) কৌমুদী মোহৎসব

খ) কুমারসম্ভব

গ) বৃহ:স্পতি স্মৃতি

ঘ) মৃচ্ছকটিকম

Ans = খ

৩. মহারাজা শ্রীগুপ্ত কবে সিংহাসনারোহন করেন ?

ক) ২৫৫ খ্রি:

খ) ২৬৫ খ্রি:

গ) ২৭৫ খ্রি:

ঘ) ২৮৫ খ্রি:

Ans = গ

৪. গুপ্ত বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন ?

ক) শ্রীগুপ্ত

খ) প্রথম চন্দ্রগুপ্ত

গ) সমুদ্র গুপ্ত

ঘ) স্কন্দ গুপ্ত

Ans = খ

৫. কাকে “ প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্ৰদূত” বলা হয় ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) সমুদ্র গুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

ঘ) স্কন্দ গুপ্ত 

Ans = খ

৬. দাক্ষিনাত্য অভিযানে সমুদ্রগুপ্তের সেনাপতি কে ছিলেন ?

ক) আম্রকানদেব

খ) বীরসেন

গ) হরিষেণ

ঘ) চন্দ্র বর্মণ

Ans = খ

৭. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা-হিয়েন কয়টি দেশ অতিক্রম করে স্থলপথে ভারতে আগমন করেন ?

ক) ১০ টি

খ) ২০ টি

গ) ৩০ টি

ঘ) ৪০ টি

Ans = গ

৮. নীম্নের কে চন্দ্রগুপ্তের রাজসভায় “ নবরত্নের ” মধ্যে ছিলেন ?

ক) কালিদাস

খ) শঙ্কু

গ) অমরসিংহ

ঘ) সবগুলি

Ans = ঘ

৯. নীম্নের কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) প্রথম কুমার গুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = গ

১০. সৌরাস্ট্রের সুদর্শণ হ্রদের সংষ্কার কে করেন ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) প্রথম কুমারগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত 

Ans = ঘ

১১. প্রথম চন্দ্রগুপ্ত কবে গুপ্তাব্দের প্রচলন করেন ?

ক) ৩০৯-৩১০ খ্রি:

খ) ৩১৯-৩২০ খ্রি:

গ) ৩৫০-৩৫১ খ্রি:

ঘ) ৩৮০-৩৮১ খ্রি:

Ans = খ

১২. প্রথম ভারতীয় হিন্দু রাজা যিনি যুদ্ধ বিজয় ও সাম্রাজ্য স্থাপনের জন্য বিখ্যাত —

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) সমুদ্র গুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = গ

১৩. বিখ্যাত বৌদ্ধ দার্শনিক বসুবন্ধুকে মন্ত্রীপদে নিযুক্ত করেন কোন গুপ্ত রাজা ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) সমুদ্র গুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = খ

১৪. স্বর্ণমুদ্রা প্রবর্তনকারী প্রথম ভারতীয় বংশোদ্ভুত রাজা কে ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) সমুদ্রগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = ক

১৫. সমুদ্রগুপ্ত রচিত গ্ৰন্থটি হল —

ক) নারদ

খ) কৌমুদী মোহৎসব

গ) কৃষ্ণচরিতম্

ঘ) কোনোটিই নয়

Ans = গ

১৬. দাক্ষিনাত্যে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল ?

ক) রাজ্যজয়

খ) ধর্মবিজয়

গ) দিগ্বিজয়

ঘ) কোনোটিই নয়

Ans = ঘ

১৭. গুপ্তযুগে সরকারি ভাষা কি ছিল ?

ক) পালি

খ) সংষ্কৃত

গ) প্রাকৃত

ঘ) মাগধী

Ans = খ

১৮. গুপ্তসাম্রাজ্যে সোনার মুদ্রা যে নামে পরিচিত ?

ক) বরাহ

খ) মোহর

গ) শতমান

ঘ) দিনার

Ans = ঘ

১৯. নীচের কোন গুপ্ত শাসকের বিক্রমাদিত্য উপাধি ছিলনা ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

গ) সমুদ্রগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = ক

২০. ধন্বন্তরি কে ছিলেন ?

ক) সমুদ্রগুপ্তের সভা চিকিৎসক

খ) প্রথম চন্দ্রগুপ্তের সভাকবি

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভা চিকিৎসক

ঘ) স্কন্দগুপ্তের সভাকবি

Ans = গ

২১. কোন গুপ্ত শাসক রৌপ্য ও তাম্রমুদ্রা প্রবর্তন করেন ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) সমুদ্র গুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত

Ans = গ

২২. প্রথম কুমার গুপ্তের পুত্র ছিলেন —

ক) পুরুগুপ্ত

খ) স্কন্দগুপ্ত

গ) উভয়

ঘ) কেউই নন

Ans = গ

২৩. স্কন্দগুপ্তকে কে “ ভারতের রক্ষাকারী ” বলেছেন ?

ক) আর. সি মজুমদার

খ) আর. কে মুখার্জি

গ) হিউয়েন সাং

ঘ) ভি. স্মিথ

Ans = ক

২৪. কোন গুপ্ত রাজা হুণদের আক্রমণ প্রতিরোধ করেন ?

ক) সমুদ্রগুপ্ত

খ) কুমার গুপ্ত

গ) স্কন্দগুপ্ত

ঘ) কেউই নন

Ans = গ

২৫. কোন গুপ্ত রাজা হুণনেতা তোরমানকে পরাজিত করেন ?

ক) ভানু গুপ্ত

খ) বুধ গুপ্ত

গ) স্কন্দগুপ্ত

ঘ) সমুদ্র গুপ্ত

Ans = ক

২৬. কোন গুপ্ত রাজাকে “ কবিরাজ ” অ্যাখ্যা দেওয়া হয়েছিল ?

ক) প্রথম কুমার গুপ্ত

খ) সমুদ্র গুপ্ত

গ) প্রথম চন্দ্রগুপ্ত

ঘ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

Ans = খ

২৭. সমুদ্র গুপ্ত দাক্ষিণাত্যে কতগুলি রাজ্যজয় করেন ?

ক) ৯ টি

খ) ১০ টি

গ) ১২ টি

ঘ) ১৫ টি

Ans = গ

২৮. সমুদ্রগুপ্তের সমসাময়িক নেপাল রাজা কে ছিলেন ?

ক) বসুবন্ধু

খ) ধ্রুবভূতি

গ) জয়দেব

ঘ) শিখরস্বমী

Ans = গ

২৯. গুপ্ত সাম্রাজ্যের প্রথম “ মহারাজ ” উপাধি গ্ৰহণকারী শাসকের নাম কি ?

ক) সমুদ্র গুপ্ত

খ) শ্রীগুপ্ত

গ) প্রথম চন্দ্রগুপ্ত

ঘ) ঘটোৎকচ গুপ্ত

Ans = খ

৩০. ঐতিহাসিক ভিন্সেন্ট স্মিথ কাকে “ ভারতের নেপোলিয়ণ ” বলে অভিহিত করেন ?

ক) প্রথম চন্দ্রগুপ্ত

খ) সমুদ্র গুপ্ত

গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

ঘ) স্কন্দগুপ্ত 

Ans = খ


Post a Comment

1 Comments

  1. 1'b.2'b.4 'b.5'c.6'b.7'c.8'd.9'c.10'c.12'b.14'd.13'c.15'd.16'd.17'c.18'd.19'd.20'c.23'a.24'c.25'c.26'b.27'c.28'b.29'b.30'b.

    ReplyDelete